দেশের উৎসব, মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের ধ্বনি যেন প্রাণের সঙ্গে মিলিয়ে ছন্দ তোলে। শুধু শোনার জন্য নয়, এই বাজনার মাধ্যমে মানুষের আবেগ, উচ্ছ্বাস আর ঐতিহ্যের অনুভূতিই প্রকাশ পায়। আজ থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। পূজাকে কেন্দ্র করে বেড়েছে ঢাক-ঢোলের জনপ্রিয়তা ও কদর। নতুন প্রজন্মের মাঝেও এই রঙিন, প্রাণবন্ত সুর এখন আগের চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে। ছবি: এসকে রাসেল দেশের গ্রামগঞ্জে পূজামণ্ডপগুলো সাজছে রঙ, আলো আর প্রতিমার আভায়। কিন্তু কটিয়াদীর এক কোণে, আড়িয়াল খাঁ নদপাড়ে চলছে এক আলাদা কোলাহল। এখানে বসেছিল সেই বিখ্যাত ঢাকের হাট, যেখানে বাদ্যযন্ত্র নয়, বিক্রি বাদক দল। শুক্রবার সকাল থেকেই জমে উঠেছে হাট। একপাশে ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি, খঞ্জরি, করতাল সব বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে দলগুলো। অন্যপাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন পূজারি ও...