নতুন এক উন্মাদনার জোয়ারে ভাসছে দেশের ফুটবল। প্রবাসী ফুটবলারদের আগমনে খেলার যেমন উন্নতি হয়েছে, তেমনি দর্শকদেরও ফুটবলের প্রতি আগ্রহ ফিরে এসেছে। দর্শকরা অপেক্ষায় থাকেন হামজা-শমিতরা কবে মাঠে নামতে যাচ্ছেন। অপেক্ষায় থাকেন টিকিট পাওয়ার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে। হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে নতুন প্রতিষ্ঠান কুইকেট (Quicket)। আজ থেকে অনলাইনে কুইকেটের প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। সেক্ষেত্রে মাঠে বসে খেলাটি উপভোগ করতে চাইলে টিকিটের জন্য দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৪০০ টাকা। সিঙ্গাপুর ম্যাচে টিকেট নিয়ে বিড়ম্বনায় এবার আর টিকিফাইকে দায়িত্ব দেওয়া হয়নি। সেই ম্যাচে আগে টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই সার্ভার...