কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, তিনি মার্কিন সেনাদের সহিংসতায় উসকানি দিয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, পেত্রোর অসাবধানী ও উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তার ভিসা বাতিল করা হচ্ছে। পেত্রো নিউইউয়র্কে শুক্রবার ফিলিস্তিনপন্থী এক সমাবেশে যোগ দেন। সেখানে তিনি মার্কিন ও ইসরায়েলি সেনাদের অনুরোধ জানান, তারা যেন গাজায় গণহত্যায় সমর্থন না দেন। সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিলিত সামরিক শক্তির চেয়েও বড় একটি বাহিনী যেন গাজায় পাঠানো হয়। ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে পেত্রো বলেন, নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভেটোর পর কূটনীতি শেষ হয়ে গেছে। মানব ইতিহাস দেখিয়ে দেয়, কূটনীতি শেষ হলে লড়াইয়ের অন্য স্তরে যেতে হয়। গাজায় যা হচ্ছে তা একটি গণহত্যা। একে অন্য কোনো নামে ডাকার দরকার নেই। এর লক্ষ্য...