ঢাকা: দিন দিন জাপানে বাড়ছে মুসলিম পর্যটকের সংখ্যা। এ প্রবণতা মাথায় রেখে মুসলিমবান্ধব নানা উদ্যোগ নিচ্ছে দেশটি। বিশেষ করে মুসলিম পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন স্থানে নামাজের জন্য আলাদা কক্ষ তৈরি করা হচ্ছে। এখন শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতেও পাওয়া যাচ্ছে নামাজের সুব্যবস্থা।গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্কের মতো মুসলিমপ্রধান দেশগুলো থেকে জাপানগামী পর্যটকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (JNTO)-এর তথ্যমতে, ২০২৩ সালেই এসব দেশ থেকে জাপানে গেছেন ৮ লাখ ৭০ হাজারেরও বেশি পর্যটক।এই প্রবণতার পেছনে রয়েছে জাপানের টার্গেটেড মার্কেটিং, ইয়েনের দরপতন এবং সরাসরি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি। মুসলিম পর্যটকদের বাড়তি আকর্ষণ করতে দেশটির খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন হালাল খাবার ও নামাজের সুবিধাকে গুরুত্ব দিচ্ছে।টোকিওর অভিজাত গিনজা এলাকায় অবস্থিত ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোরে নামাজের...