পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সেলিম থানার কাছে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন। অভিযানে মোট ১৭ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।আরো পড়ুন:গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ?ঢাবিতে দুই জায়ান্ট স্ক্রিনের সামনে হাজারো দর্শক গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ? প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যে ১৭ জনকে হত্যা করেছেন, তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তার কাছ বাংলাদেশি পরিচয়পত্র, মুদ্রা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধারের পর কর্মকর্তারা এই পরিচয় শনাক্ত করেন। সামরিক কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত জিনিসপত্রের...