গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি ক্লিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরশহরে ১টি ক্লিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পৌরশহরের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওইসব প্রতিষ্ঠানে রেজিস্টার ও মানি রিসিভ সংরক্ষণ না...