চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। আগামী ৯ অক্টোবর, ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-হংকং ম্যাচটি হবে এই পার্টনারশিপের প্রথম আনুষ্ঠানিক ফল। এর আগে বাংলাদেশ বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচেও স্পনসর হিসেবে ছিল টেকনো। টেকনোর সিইও রেজওয়ানুল হক বলেন, এএফসি এশিয়ান কোয়ালিফায়ার-এর অফিসিয়াল পার্টনার হতে পেরে আমরা গর্বিত। খেলাধুলার প্রতি আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘Stop at Nothing’ এর প্রতিফলন ঘটছে এই অংশগ্রহণের মাধ্যমে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, টেকনোর মতো ব্র্যান্ডের সহযোগিতা দেশের ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে। ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি-র সঙ্গে গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে ফুটবলে...