ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলা। রোববার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলায় এবার মোট ১০৮টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বাবুখালী ইউনিয়নে রয়েছে ২৬টি, দীঘা ও রাজাপুরে ১৬টি করে, নহাটায় ১৪টি, পলাশবাড়ীয়া ও বিনোদনপুরে ১২টি করে, সদর ইউনিয়নে ৯টি এবং সবচেয়ে কম ৩টি মণ্ডপ রয়েছে বালিদিয়ায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন হলেও ষষ্ঠীর মধ্য দিয়েই পূজার মূল আচার শুরু হয়। এদিন দেবীর বোধন, অধিবাস ও আমন্ত্রণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের বিশ্বাস, শুভ শক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেবী দুর্গা মর্ত্যে অবতীর্ণ হয়ে অসুর শক্তিকে দমন করেন। বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। এ বছর দেবী দুর্গা গজে (হাতির পিঠে)...