পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে- সিটি ক্রেডিট ব্যুরো। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের ৬৮৮তম পর্ষদ সভায় সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য মতে, এর মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধি অর্জিত হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে সিটি ব্যাংক পিএলসি। তবে সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধন কত হবে এবং সেটি ব্যাংকটির শতভাগ মালিকানার হবে কি-না...