মাইক্রোসফটের উচিত তাদের বৈশ্বিক বিষয়ক প্রধান লিসা মোনাকোকে বরখাস্ত করা– এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মোনাকো দুইজন ডেমোক্রেটিক প্রেসিডেন্টের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মাইক্রোসফটের গ্লোবাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যকে নিজের রাজনৈতিক শত্রু মনে করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সাম্প্রতিকতম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরদিনই ট্রাম্প এমন মন্তব্য করলেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এর আগে, ২০২১ সালের ৬ জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কীভাবে প্রতিক্রিয়া জানাবে বা কাদের বিরুদ্ধে তদন্ত হবে ও কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এসব বিষয় সমন্বনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোনাকো। তার লিংকডইন প্রোফাইলে উল্লেখ রয়েছে, প্রেসিডেন্ট...