সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের ৩২টি মণ্ডপে মহা-ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় উৎসব দুর্গাপূজা। রোববার দুপুরে মধ্যনগর উপজেলা সদর মন্দিরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান ও মধ্যনগর উপজেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী দেবী দুর্গা মায়ের চরণে ২৮ সেপ্টেম্বর বিল্ব ষষ্ঠীর মাধ্যমে সূচনা, সপ্তমী, অষ্টমী, নবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে শারদীয়...