ঢাকা: ভারতের চেন্নাইয়ে তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের এক জনসভায় পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। এছাড়া, আহত অন্তত ১০০ জনকে ২ লাখ রুপি করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তার রাজনৈতিক দল টিভিকে। খবর এনডিটিভি।সংবাদমাধ্যমটিতে বলা হয়, শনিবার (২৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ে আয়োজিত ওই জনসভায় পদদলিত হওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ৯ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান।...