২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের সমালোচনার জবাবে এবার সাদিক খান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্প বর্ণবাদী, লিঙ্গবৈষম্যকারী, নারী ও ইসলামবিদ্বেষী। তিনি এ ধরনের বক্তব্যকে উদার ও বহুসংস্কৃতিসম্পন্ন লন্ডন শহরের জন্য অযৌক্তিক উল্লেখ করেছেন। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প লন্ডনের মেয়রকে “খারাপ” আখ্যা দেন এবং বলেন, শহরে শরিয়াহ আইন চালু করতে চাওয়া হচ্ছে। এর আগে যুক্তরাজ্য সফরে ট্রাম্প সাদিক খানের সমালোচনা করেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাদিক খান বলেছেন, তিনি একটি প্রগতিশীল, বহুসংস্কৃতির ও সফল শহর পরিচালনা করছেন এবং ট্রাম্পের সমালোচনা অসঙ্গতিপূর্ণ। সাদিক খান বিবিসিকে বলেন, “মানুষ আশ্চর্য হয়, কেন ট্রাম্প আমার মতো একজন মুসলিম মেয়রের প্রতি...