২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় লংগদু জোনে আলোচনা সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি"র প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। আলোচনা সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। অত্র জোনের জোন কমান্ডারের পক্ষ হতে জানানো হয়, "পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায়...