নিজস্ব প্রতিবেদক : ভারতে দুর্গাপূজা আসন্ন, আর এই উপলক্ষে পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল দুটি বিশেষ প্রতিমা তৈরি করেছেন যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। একটি প্রতিমা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব নিয়ে তৈরি করা হয়েছে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। ভিডিওতে দেখা গেছে, এই দুই বিশিষ্ট ব্যক্তিকে অসুরের রূপে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি "Soumavo's Creations" নামের একটি ফেসবুক পেজে এই মূর্তিগুলোর ভিডিও প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভারতের অনেক হিন্দু এই বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে দেখলেও, অনেকে এটিকে অসম্মানজনক আখ্যা দিয়েছেন। তাপস বিশ্বাস নামে একজন হিন্দু ব্যক্তি মন্তব্য করেছেন যে শিল্পীদের সম্মান করা ঠিক আছে, তবে যে কোনো ব্যক্তির মূর্তি...