চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই নারী প্রার্থীকে সাইবার বুলিং ও স্লাট-শেমিংয়ের অভিযোগ উঠেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ওই দুই নারী প্রার্থী। তারা হলেন চাকসু নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম। অভিযোগপত্রের সঙ্গে সাইবার বুলিং ও স্লাট-শেমিং সম্পর্কিত বিভিন্ন কমেন্ট সংযুক্ত করা হয়। একইসঙ্গে যে যে আইডি থেকে এসব কমেন্ট করা হয়েছে তাও জুড়ে দেওয়া হয়েছে। আরও পড়ুনশীর্ষ নেতৃত্ব ছাড়াই চাকসু নির্বাচনে ছাত্রসংগঠনগুলো ভুক্তভোগী জান্নাতুল আদন নুসরাত বলেন, ‘প্রথমে দপ্তর সম্পাদক এবং...