উত্তর:মহানবী (সা.) থেকে বর্ণিত হাদিসে আজানের উত্তর দেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, তা ওই আজানের ব্যাপারে প্রযোজ্য যা প্রতি ওয়াক্তে মসজিদে নামাজের আগে দেওয়া হয় এবং শ্রোতা সরাসরি শুনতে পায়। ইউটিউবে রেকর্ডকৃত আজান অথবা রেডিও-টিভিতে যে রেকর্ডকৃত আজান প্রচার করা হয়, তা শুনে জবাব দেওয়া সুন্নত নয় এবং উল্লিখিত প্রতিদানও এ রকম আজানের জবাব দিলে পাওয়া যাবে না। তবে কেউ সওয়াবের আশায় আজান শুনলে ও নিজে আজানের বাক্যগুলো শুনে নিজে উচ্চারণ করলে জিকির শোনা ও জিকির করার সওয়াব নিশ্চয়ই পাবে। অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাসের কারণে আজানের ধ্বনি শুনতে না পাওয়ার বেদনা ও আজান শোনার আকুলতা অন্তরে থাকলে আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী সওয়াব বাড়িয়েও দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইচ্ছায় বান্দার নেক আমলের সওয়াব...