আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যে পূজা উপলক্ষে উপজেলায় ৪২টি মণ্ডপ পূজা উদযাপনের জন্য প্রস্তুত। তবে গত বছর ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর পূজা মণ্ডপের সংখ্যা ৬টি বেড়েছে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ, তোরণ নির্মাণ ও রঙের কাজ শেষ। সবকিছু মিলিয়ে জাগতিক ও পারলৌকিক মঙ্গলের মূলমন্ত্রকে পাথেয় করে আজ ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে উঠবে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বী। দেবী দুর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি। কেন্দুয়া পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর যে ৬টি পূজা মণ্ডপ বেড়েছে তার মধ্যে রয়েছে—উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলীপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর পূর্বপাড়া বর্মনপাড়া দুর্গামন্দির, চিরাং ইউনিয়নের বাট্টা সুভাষ ভদ্র মহাশয়ের বাড়ি, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর ত্রিনেত্রেশ্বরী দুর্গামন্দির, আশুজিয়া ইউনিয়নের...