এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক পেসার ইরফান পাঠান। পুরো টুর্নামেন্টে তিনি পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৭১ রান। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে করেছিলেন অপরাজিত ৪৭ রান। সুপার ফোরের ম্যাচে আবার শূন্য রানে আউট হন। চলতি বছরের আইপিএলে ৭১৭ রানের দারুণ মৌসুম কাটালেও আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৫ সালে এখন পর্যন্ত ব্যর্থ সূর্যকুমার। এই বছরে ১০ ইনিংসে তার রান মাত্র ৯৯, স্ট্রাইক রেট ১১০। অধিনায়ক হওয়ার পর ২১ ম্যাচে ১৯ ইনিংসে করেছেন ৩২৯ রান। গড় মাত্র ১৯.৩৫। পঞ্চাশ পেরিয়েছেন দুবার। ২০ রানের বেশি করেছেন মাত্র ছয়বার। যদিও তার স্ট্রাইক রেট ১৪৫-এর ওপরে। সনি স্পোর্টসে এক আলোচনায় ইরফান পাঠান বলেন, ‘ওর ব্যাট চললে অধিনায়কত্বও ভালো হবে। সুইপ খেলতে গিয়ে আউট হওয়া চিন্তার...