ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। আজ রবিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে নির্বাচিত করা হয়। ৪৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার সংস্থার ৩৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। মানহাসের মনোনয়ন আসে এক প্রকার সর্বসম্মত সিদ্ধান্তে। এর পেছনে বিশেষ ভূমিকা রাখে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) সমর্থন, যা ভারতীয় ক্রিকেটে তুলনামূলকভাবে প্রান্তিক অঞ্চলের জন্য এক বিরল স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে। এর আগে গতমাসে বয়সজনিত কারণে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন রজার বিনি। অখ্যাত মিঠুন মানহাস কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৬-১৭ পর্যন্ত খেলেছেন ১৫৭টি প্রথম শ্রেণি, ১৩০টি লিস্ট ‘এ’ এবং ৫৫টি আইপিএল ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সংগ্রহ ৪৫.৮২ গড়ে ৯ হাজার ৭১৪ রান। এর মধ্যে আছে ২৭টি সেঞ্চুরি...