নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুটা বিনিয়োগকারীদের জন্য সুখকর হলো না। গত সপ্তাহের শেষ দিকে সূচকে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত মিললেও আজ রোববার আবারও বড় ধরনের ধাক্কার মুখে পড়ে বাজার। দিনের শুরুতে সূচক ইতিবাচক থাকলেও শেষ ঘণ্টায় প্রবল চাপে পড়ে বাজার নিম্নমুখী হয়ে যায়। ডিএসইর প্রধান সূচক একদিনেই ৩৫ পয়েন্টের বেশি খোয়া যায়। এদিন লেনদেনের দিক থেকেও হতাশাজনক চিত্র দেখা গেছে। আগের কর্মদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৭০৯ কোটি টাকার বেশি, সেখানে আজ নামল ৫৬৫ কোটির নিচে। দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির চার ভাগেরও বেশি প্রতিষ্ঠানের। তারপরও বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এমন অস্থিরতা শেয়ারবাজারে নিয়মিত বিষয়। তাদের মতে, স্বল্পমেয়াদী পতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করে। কারণ বাজারে এখনও সম্ভাবনাময় সেক্টরগুলো বিনিয়োগকারীর আগ্রহ ধরে রেখেছে এবং কিছু শেয়ারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। আজ...