ভারতীয় ক্রিকেট জগতে এক অভাবনীয় চমক দিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দিল্লির সাবেক অধিনায়ক মিথুন মানহাস। রজার বিনির প্রস্থানের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রাজীব শুক্লা সহ-সভাপতি পদেই থাকছেন।১৫৭টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মানহাস বিসিসিআই-এর ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। এই আকস্মিক পরিবর্তনে দেশের ক্রিকেট মহল রীতিমতো বিস্মিত, কারণ এমনটা কেউ প্রত্যাশা করেনি। মানহাসের এই নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ লেখেন, “এটি একটি উদযাপনের মুহূর্ত! মিথুন মানহাসকে আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ বা বিসিসিআই-এর নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে। একসময়ের জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রত্যন্ত অঞ্চল ডোডা জেলার জন্য এটি একটি সৌভাগ্যের...