প্রশাসনে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে এবং তারা আগামীতে একটি সুন্দর নির্বাচন হতে বাধা দেবে বলে নির্বাচনী সংলাপে বক্তারা মন্তব্য করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ সংলাপ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংলাপে কবি মোহন রায়হান বলেন, এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর একটি নির্বাচন হতে বাধা দেবে। এ বিষয় ইসিকে সজাগ থাকতে হবে। নির্বাচন অবাধ করতে গেলে প্রথমে ইসির সদিচ্ছা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান মত দেন, ‘না’ ভোটের ব্যবস্থা যেন সব আসনেই থাকে। নতুন বিধিমালা অনুযায়ী শুধু কোনো আসনে একজন প্রার্থী...