ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ার শহরে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে হাজার হাজার কর্মী ও সমর্থক এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।বিক্ষোভে ইমরানের বোন আলেমা খানও উপস্থিত ছিলেন। সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং সরকারবিরোধী স্লোগানও উচ্চারণ করা হয়।২০১৮ সালে সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তবে ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে তার দ্বন্দ্বের খবর প্রকাশ পায়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ হারান তিনি। পরের বছর ঘুষের মামলায় গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হন ইমরান। বর্তমানে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা চলমান রয়েছে এবং তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন।নিউজজি/এস আর ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ার শহরে বিশাল...