২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম মানবজাতির উদ্ভব ও বিবর্তন নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, আধুনিক মানুষের প্রজাতি হোমো সেপিয়েন্স পৃথিবীতে আগের ধারণার চেয়ে অন্তত পাঁচ লাখ বছর বেশি আগে থেকেই অস্তিত্বশীল ছিল। চীনে আবিষ্কৃত ১০ লাখ বছরের পুরোনো একটি মাথার খুলি বিশ্লেষণ করার পর এই যুগান্তকারী দাবি উঠে এসেছে। শনিবার প্রকাশিত ‘সায়েন্স’ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, চীনের একটি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকেরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেন। তাঁদের নেতৃত্ব দেন ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিজুন নি। গবেষকেরা জানান, খুলিটির বয়স ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আধুনিক মানুষের পূর্বসূরির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আর যদি এই দাবি সত্য হয়, তবে মানবজাতির বিবর্তনের ইতিহাস নতুন করে লেখার প্রয়োজন হতে...