ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে নিদা খান (১৯) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিদা ভারতের রাজস্থানের সুলতানপুরের ৭ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা দেলোয়ার এলাকার আব্দুল আজিজ খানের মেয়ে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছরোয়ার হোসেন জানান, বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের...