২০২৪ সালে নতুন-পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে না পারা এই কর্মীদের নিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানায় বাংলাদেশ। ওই বছরের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে সেই আহ্বানে সাড়া দেওয়ার ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শরীয়তপুর থেকে আসা সাগর ফরাজী নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নানা কারণে আটকে পড়েছিলাম। সেটায় আমাদের কোনো দোষ ছিল না। পরে সরকার আমাদের আশ্বাস দিয়েছিল বোয়েসেলের মাধ্যমে আমাদের নেওয়া হবে। “কিন্তু বোয়েসেল আমাদের নানা রকমের হয়রানি করছে। কিন্তু মালয়েশিয়া নেওয়ার কোনো লক্ষণ দেখছি না। আবার বলতেছে...