‘শাবি আলোন্সোর রেয়াল মাদ্রিদ বড় দলের সামনে পড়লেই ব্যর্থ’, আতলেতিকো মাদ্রিদের মাঠে ভিনিসিউস-রদ্রিগোদের আত্মসমর্পনের পর মুন্দো দেপোর্তিভোর একটি শিরোনাম নজর কেড়েছে। আলোন্সোর কোচিংয়ে দলটির এ পর্যন্ত পথচলায় দৃষ্টি দিলেই সেটা পরিষ্কার হয়ে যায়-১৫ ম্যাচে ১২ জয়, একটি ড্র এবং দুটি হার; পরাজয় দুটিই নামে ও ভারে বড় দলের বিপক্ষে এবং দুটিতে তাদের হয় ভরাডুবি। সান্তিয়াগো বের্নাবেউয়ে কার্লো আনচেলত্তির উত্তরসূরি আলোন্সোর কোচিংয়ে রেয়াল মাদ্রিদের মাঠের যাত্রা শুরু হয় জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপ দিয়ে। সেখানে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অপরাজিত পথচলার পর, সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় এমবাপে-ভিনিসিউসরা। সেই ধাক্কা সামলে চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করে তারা; লা লিগায় প্রথম ছয়টিসহ সব মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে খেলতে নামে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে এবং দ্বিতীয় বড় ম্যাচে আবার নাকানিচুবানি খায় তারা। ওয়ান্দা মেত্রোপলিতানোয়...