লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুহুলী বাকালিটারী গ্রামে রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা যান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে অপর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে দুর্ঘটনার শিকার হন তারা। আহত হয়েছেন দুইজন। মারা যাওয়ারা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)।আরো পড়ুন:ভালুকায় আগুনে ১৮ ঘর পুড়ে ছাই, নিহত ১গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত ফায়ার ফাইটার নাঈম গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত ফায়ার ফাইটার নাঈম আহতরা হলেন- নিহতদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন।...