কদিন থেকে হঠাৎ অশান্ত হয়ে উঠেছে পাহাড়। দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি স্বাভাবিক শান্তি হারিয়েছে। এ সহিংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন। এখনো পাহাড়ি জনপদ থমথমে। সম্প্রীতির বন্ধন যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকা উচিত।চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটে এক মারমা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে। রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেন।পরের দিন ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনী সন্দেহভাজন শয়ন শীল (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনো তার জিজ্ঞাসাবাদ চলছে।ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনকে আইনের আওতায় আনা হলেও, একটি সংগঠন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে।ধর্ষণের সঙ্গে...