চিত্রনায়িকা মুনমুনের দীর্ঘদিনের সহকারী মাহি অর্ণবের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। মুনমুন জানান, ‘আমার দীর্ঘদিনের এসিস্ট্যান্ট মাহি অর্ণব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। হঠাৎ খবরটা শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সঙ্গে কাজ করেছে।’ অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘এখনো কানে বাজে মাহির সেই ফোন—‘আপু কবে শুটিং করবা, কবে শো আছে।’ কাজে গেলে আমার সঙ্গে সেলফি তুলতে ও ভীষণ ভালোবাসতো। আপনারা যারা মাহিকে চিনতেন, সবাই ওর জন্য দোয়া করবেন। খুব দুঃখি ছেলে ছিল।’আরও পড়ুনআরও পড়ুনপর্দায় ‘সাহসী’ হলেও যে বিষয়ে বেশি ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি মুনমুন আরও বলেন, ‘২০১৯ সালে ওর মা মারা যাওয়ার পর মাহি আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল, ‘আপু আমিও...