সপ্তাহজুড়ে মুক্তি পাওয়া বেশ কিছু সিরিজ ও সিনেমা নিয়ে এবারের ওটিটি প্ল্যাটফর্মগুলো সাজানো হয়েছে। চরকিতে এসেছে জয়া আহসানের সিনেমা 'জয়া আর শারমিন'। এছাড়া কিংবদন্তি দুই গোয়েন্দা ফেলুদা ও ব্যোমকেশেরও দেখা মিলছে এবারে। হইচইয়ে চলছে শিশুতোষ সিরিজ ‘ছোট ব্যোমকেশ’; আর আড্ডা টাইমসে ফিরেছে ফেলুদার নতুন অভিযান নিয়ে সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। সিনেমা-সিরিজের পাশাপাশি প্রাইম ভিডিওতে শুরু হয়েছে কাজল-টুইংকেলের জমজমাট আড্ডার অনুষ্ঠান 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'। চরকিতে চলছে 'জয়া আর শারমিন'। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, মঞ্চের অভিনেত্রী মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। কোভিড মহামারীর সময়ে দৃশ্যধারণ করা এই সিনেমা দেখিয়েছে দুই নারীর নিঃসঙ্গতা, মনস্তত্ত্ব ও সম্পর্কের গল্প। সিনেমাতেও জয়া একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন, আর তার সহকারী হয়েছেন মহসীনা। মহামারীর সময়ে তাদের দুইজনকে...