বিগত নির্বাচন কমিশন পাতানো কমিশন ছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, “গত নির্বাচন কমিশন যে পাতানো নির্বাচন কমিশন হয়েছিল, পাতানো হবে, সেটা গঠন করা হয়েছিল, এই তথ্য কমিশনে গিয়ে কিন্তু পাই নাই—স্পষ্টত কার নাম প্রস্তাব করেছে।” তথ্য না পেয়ে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানিয়ে বদিউল আলম বলেন, “আদালতে গিয়েছি, এখন পর্যন্ত রায় পাই নাই, জানি না পাব কি না। কিন্তু আমি লেগে আছি যাতে এই তথ্য অধিকার আইনটা প্রয়োগ হয়।” আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন বদিউল আলম। ‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনা আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। বদিউর আলম মজুমদারের বক্তব্যে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের নানা অনিয়মের কথা উঠে...