বাংলাদেশে দক্ষিণপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী লাইম লাইটে এলেও জনমনে এর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা ও জাতীয় পার্টির নিষ্ক্রিয়তার কারণে জামায়াত আপাতত সুবিধাজনক অবস্থানে আছে বলে তিনি মনে করেন। নিউইয়র্কে দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। তবে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে দুই দলের বর্তমান অবস্থান বিপরীতমুখী। দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী হলেও সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের দূরত্ব বেড়েছে। আরো পড়ুন :সফরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তারা একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে।...