গাজীপুরের নাওজের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি এবং নানা অনিয়মের প্রতিবাদে ও মহাসড়কে বাঁধাহীন চলাচচলের দাবিতে তাঁরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে এই অবরোধের ঘটনা ঘটে।আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতে গিয়ে চালকেরা নানা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকে মামলা দায়ের করছে। এছাড়া পুলিশের কতিপয় সদস্য চাঁদাবাজি করছেন। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে চালকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে...