শনিবার (২৭ সেপ্টম্বর) রাত ১১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।আরো পড়ুন:টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যালক্ষ্মীপুরে চাচিকে গলা কেটে হত্যা, যুবক গ্রেপ্তার নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, ১৫ দিন আগে তিনি সন্তান জন্ম দিয়েছেন। শনিবার তিনি বাবার বাড়িতে ছিলেন। রাত ১১টার দিকে একই গ্রামের শাহিন হাওলাদার তার স্বামী সোহেলকে লোক মারফত বাড়ি থেকে ডেকে নেন। রাত ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে সোহেলকে পিটিয়ে হত্যা করেন। ঘটনাটি ধামাচাপা দিতে রাত ১টার দিকে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে প্রচার চালানো হয়। সকালে পুলিশ সোহেলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তরমুজ চাষের জন্য...