এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরশ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন।প্রধান অতিথি আব্দুল মতিন বলেন, আমি নবীনগরের কৃতি সন্তান। বিএনপির দুঃখ সময়ে ঢাকাতে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আসা করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি যদি এমপি হতে পারি, নবীনগরে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে। কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে, কৃষি খাতে উন্নয়ন করা হবে। বিশেষ করে এই নবীনগরকে একটি আধুনিক নবীনগর গড়ার জন্য কাজ করব।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মো. আসাদুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ...