২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম নীলফামারীর সৈয়দপুরে আলুর দামে ধস নামায় কৃষকেরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।সরকারি দর ২২ টাকা নির্ধারণ করা হলেও হিমাগার খরচ বাদে কৃষকের হাতে আসছে মাত্র ৫ টাকা। অর্থাৎ এক বস্তা আলু হিমাগারে রেখে খরচ বাদে মিলছে মাত্র ২৫০ টাকা। উৎপাদন খরচের তুলনায় এত কম দাম পাওয়ায় চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। জানা যায়, গেল বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার বিস্তীর্ণজমিতে আলুর আবাদ করেন কৃষকরা। মৌসুমে আলু সংরক্ষণের জন্য স্থানীয় হিমাগার ছাড়াও বাইরের হিমাগারে আলু রাখতে বাধ্য হন কৃষকরা। এ সব আলু হিমাগারে ঢোকাতে কৃষকদের গুনতে হয় বাড়তি টাকা। প্রতিবস্তা আলুর ভাড়া ৩০০ টাকার সঙ্গে এ বাড়তি টাকা যোগ হয়ে এখন লোকসানে পড়েছেন কৃষকরা। চাষিদের হিসাব অনুযায়ী, মাঠপর্যায়ে আলু...