ঢাকা:রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার ব্যক্তির নাম- কাউসার হোসেন (২৪)। রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু। তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ কাউসারকে গ্রেপ্তার করা হয়। খান আসিফ তপু আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অস্ত্রধারী কাউসারকে আটক করা হয় এবং তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা...