ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলা এখনো চলমান বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ ও আশপাশের অঞ্চলে এটি সবচেয়ে বড় আক্রমণ।কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানান, রোববারের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি বালিকাও রয়েছে। তবে এ বালিকার মৃত্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইউক্রেন সরকার। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা এক বিবৃতিতে বলেন, রাশিয়া কিয়েভে ‘বড় ধরনের’ হামলা চালিয়েছে। এতে কয়েকশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন।রাশিয়াকে আটকাতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানান আন্দ্রিল সাইবিহা এক্সে...