কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৩:৫৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ: অগ্নিকান্ডে এক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক রেজাউলক করিম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনমজুর আসাদ কাজীর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা করেন।অধ্যাপক রেজাউল করিম বলেন, অসহায় আসাদ কাজীর এমন দুর্দশার খবর পেয়ে আমি ছুটে এসেছি। মানবিক দায়িত্ববোধ থেকে আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছি। জামায়াতের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তা করা হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা...