২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভা আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। দেশটিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটের ফলাফল নির্ধারণ করবে মলদোভা কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পথে এগোবে, নাকি মস্কোর ঘনিষ্ঠ প্রভাবের দিকে ঝুঁকবে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সরকার এবং ইইউ ইতোমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে গভীর হস্তক্ষেপ ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলেছে। দীর্ঘদিন ধরে মলদোভার জনগণ বিভক্ত হয়ে আছে—একদিকে ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা, অন্যদিকে সোভিয়েত যুগ থেকে চলে আসা মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রবণতা। এই দ্বন্দ্বই এবারের ভোটকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা ইইউপন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) বেশিরভাগ জরিপে এগিয়ে রয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে...