ঢাকা: ভারতের কাশ্মীরের লাদাখে রাজ্য মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের মুখপাত্র ও বিশিষ্ট পরিবেশবাদী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান-সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তার পূর্বের একটি পাকিস্তান সফরকে কেন্দ্র করে এই প্রশ্নের উদ্ভব হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র খবরে বলা হয়, লাদাখে চলমান আন্দোলনের মধ্যে গত বুধবার সংঘর্ষে চার বিক্ষোভকারী নিহত হন। এর পরদিন, শুক্রবার সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে পুলিশ।লাদাখ পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়াল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, সোনম ওয়াংচুক অতীতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি নয়াদিল্লির সাথে লাদাখের রাজ্য গঠন নিয়ে আলোচনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।তিনি আরও জানান, ওয়াংচুকের ঘনিষ্ঠ এক কর্মীর পাকিস্তানি নাগরিকদের সাথে যোগাযোগ রয়েছে, এবং তার সাথে এক পাকিস্তানি গুপ্তচরের সম্পর্কও তদন্তাধীন। পুলিশ দাবি করছে, এই বিষয়গুলোই ওয়াংচুকের গ্রেপ্তারের...