রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রয়োজন, আমরা অনেক কিছুই করে ফেলেছি। ভোটার তালিকা হালনাগাদ ছিল একটি বড় কাজ, আমরা সফলভাবে তা করেছি। প্রায় ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিতে পেরেছি।’ তিনি জানান, ইতোমধ্যে ৯টি আইন সংশোধন করেছে কমিশন। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার গঠন–সংক্রান্ত সংস্কার কমিশনের কাজও নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সহায়ক হয়েছে বলে জানান তিনি। ভোটাধিকারে অবহেলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা, কারাবন্দী, প্রবাসী কিংবা নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত ভোট দিতে পারেন না। এবার আমরা তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখছি। সকল ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে...