জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫৪ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। তিনি শনিবার রাতে জানান, ১৯ জনকে আজীবন, ৮ জনকে চার সেমিস্টার, একজনকে তিন সেমিস্টার, ১১ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় আজীবন বহিষ্কৃত ১২ জন হলেন: ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বন ও পরিবেশবিদ্যা বিভাগের সজীবুর রহমান, সহ-সভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, বাংলা বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসাইন টিটু, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ফারহান চৌধুরী আরিয়ান, বন ও পরিবেশবিদ্যা বিভাগের...