বিষয়টি বিস্ময়কর হতে পারতো, তবে সেটি রূপ নিয়েছে মজার ঘটনায়। বিস্ময় এজন্য বলা, পর্দায় অকাল প্রয়াত নায়ক-গায়ক জাফর ইকবালের ফিরে আসার ঘটনা সবার জন্যই বিস্ময়কর বিষয়। তবে নায়কের গেটআপে যখন গীতিকবি হাজির হন পর্দায়, তখন সেটি মজাদার ঘটনায় রূপ নেয় বটে! বিশ্ব হার্ট দিবস ২৯ সেপ্টেম্বর। দিনটিকে মাথায় রেখে একটি বিশেষ ওভিসি নির্মাণ ও প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। যেখানে প্রথমবারের মতো মডেলের ভূমিকায় হাজির হয়ে রীতিমতো চমকে দিলেন দেশের অন্যতম গীতিকবি কবির বকুল। যদিও সেখানে কবিকে দেখা গেছে নায়ক জাফর ইকবালের বেশে! ওভিসি দেখলে লংশটের দৃশ্য ধরে যে কেউ দাবি করতে পারবেন, এই বুঝি পর্দায় ফিরে এলেন নায়ক জাফর ইকবাল। কণ্ঠে তুলে নিলেন ৮০’র দশকের বিখ্যাত সেই গান ‘এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে’! ৮৬ সালের দিকে তৈরি এই...