২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক মহলে একের পর এক দেশ এগিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো ইউরোপের আরেক ক্ষুদ্র দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। তিনি জানান, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে তাদের দেশ। তাঁর মতে, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, যা আর দেরি করা উচিত নয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহের-এর প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সান মারিনোর এ সিদ্ধান্ত মূলত জাতিসংঘের...