বাংলাদেশের রাজনীতিতে তরুণ ভোটাররা সব সময়ই একটা বড় শক্তি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ বা প্রায় চার কোটিই তরুণ। এই ভোট জাতীয় নির্বাচনে হতে পারে বড় ফ্যাক্টর। গত এক বছরে নানা কারণে আলোচিত-সমালোচিত দল বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ এই তরুণ ভোটারদের মন জয় করা। ২০০৮ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন তরুণরা। এর পরের নির্বাচনগুলোতে তরুণরা সেভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচনগুলোও ছিল বিতর্কিত। তাই তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যাও অনেক। বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া তরুণ প্রজন্মকে সামনে রেখেই তারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চান। এজন্য কর্মসংস্থান, জীবনমুখী শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তিত...