২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম নিজের একটা ঘর—এটাই সাধারণ মানুষের সবচেয়ে বড় স্বপ্ন। বছরের পর বছর সঞ্চয়, কষ্টার্জিত অর্থ কিংবা জীবনের সবকিছু বাজি রেখে মানুষ একটি ফ্ল্যাট বা জমি কিনতে এগিয়ে আসে। কিন্তু সেই স্বপ্নের ঘর অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়। কারণ নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর হয় না, অতিরিক্ত টাকা দাবি করা হয়, আর অনেক ক্ষেত্রে জমির মালিকরাই হয়ে পড়েন ডেভেলপারদের হাতে জিম্মি। বাংলাদেশে ফ্ল্যাট ও জমি উন্নয়ন ব্যবসা আজ সবচেয়ে আলোচিত খাতগুলোর একটি হলেও এর ভেতরের বাস্তবতা হলো—অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, অথচ তাদের ন্যায়বিচার পাওয়ার কোনো সহজ উপায় নেই। ভোক্তার অসহায় অবস্থান:একজন ফ্ল্যাট ক্রেতা বা জমির মালিক ডেভেলপারকে বিশ্বাস করে বিনিয়োগ করেন। কিন্তু প্রকল্প সময়মতো শেষ না হলে বা চুক্তি ভঙ্গ...