ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর। তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’ সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া,...